নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) নোয়াখালী যাচ্ছেন।
সফরকালে তিনি নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
নির্বাচন ঘিরে জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটে ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সফর নিয়ে দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
দলীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের পর ডা. শফিকুর রহমান নোয়াখালী সফর করলেও এটি তার নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে প্রথম বড় জনসভা। এ জনসভায় তিনি দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, রাজনৈতিক সমঝোতা এবং বৃহত্তর ইসলামি রাজনীতির কৌশলগত অবস্থান নিয়েও দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
হাসিব আল আমিন/এএমকে