ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে সাবেক দুই পুলিশ সদস্য ও এক সেনাবাহিনী সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আটক ওই ছয় ডাকাতকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আটক ডাকাতরা হলেন—চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু, বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা, চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু এবং মো. বশির হাওলাদার, মো. হীরা বেপারী ও মো. ফয়সাল রাব্বি। এদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও তারা সবাই ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাদের সবার নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এর আগে, শুক্রবার দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি ডিবির পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট, ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, ১টি লেজার লাইট ও ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় অভিযানকালে সিলভার রঙের একটি হাইস মাইক্রোবাস সন্দেহজনকভাবে দ্রুত গতিতে কাউন্টার পার হওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটি থামালে ভেতরে থাকা এক ব্যক্তি তার হাতে থাকা ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট দেখিয়ে নিজেকে ডিবি অফিসার পরিচয় দেয়। গোয়েন্দা পুলিশ বিষয়টি চ্যালেঞ্জ করলে ভেতরে থাকা অন্য ডাকাতরা আতঙ্কিত হয়ে গাড়ির গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করে। পরে গাড়ি তল্লাশি করে ওই ছয় ডাকাতকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে ডাকাতরা স্বীকার করেছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তারা ঢাকা থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে বাসে যাতায়াতকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাস থামাতো। এরপর তল্লাশির নামে যাত্রীদের নিজেদের গাড়িতে তুলে মারধর করে সর্বস্ব লুটে করে নিয়ে নির্জন স্থানে নামিয়ে দিতো।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (পদ্মা ডিবি) ইনচার্জ মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ডিবি সেজে ডাকাতির চেষ্টাকালে সরঞ্জামাদিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
ব.ম শামীম/এএমকে