কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো হানিফ আলী ও তার তিন ছেলে এবং এরশাদ আলীর পরিবার। আগুনে তাদের বসতঘরের আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই একের পর এক ঘরে আগুন জ্বলে ওঠে। চরাঞ্চল হওয়ায় পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এরশাদ আলী ও হানিফ আলী বলেন, পাঁচটি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। এখন কী করব, ছেলে-মেয়ে নিয়ে কোথায় থাকব। নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল রোববার সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে সরকারিভাবে সহায়তার ব্যবস্থা করা হবে।
মমিনুল ইসলাম বাবু/এমএসএ