ভালুকায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থকদের সঙ্গে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হওয়ায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরসহ দুটি স্থানে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকদের হামলায় জেলা যুবদল নেতা মিল্টনসহ ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থক কমপক্ষে পাঁচজন আহত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নে প্রচারণা করতে যায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। এ সময় সেখানে বাচ্চুর সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতাণ্ডা হয়। এ খবরে মোর্শেদ আলমের সমর্থকরা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলা চালিয়ে কমপক্ষে পাঁচজনকে আহত করে। এ ঘটনার জেরে বাচ্চুর সমর্থকরা স্থানীয় নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত দলীয় কার্যালয় এবং তার সমর্থক পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনার জেরে রাত পৌনে ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বলে জানান স্থানীয় সংবাদ কর্মীরা।
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের বক্তব্য জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংর্ঘষে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা থেমে থেমে চলছে বলে শুনেছি। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একাধিকস্থানে অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানা যাবে।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে