মিছিলে মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী, অপেক্ষা তারেক রহমানের

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা মিছিলে মিছিলে মুখরিত। এখন অপেক্ষা শুধু তারেক রহমানের। তাকে এক নজর দেখতে মিছিল নিয়ে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরী টাউন হল, নতুন বাজার, চরপাড়া, পাটগোদাম ব্রিজসহ বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠের দিকে আসছেন নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়, ময়মনসিংহের মাটি তারেক রহমানের ঘাটিসহ বি়ভিন্ন স্লোগান দিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে উপস্থিত হচ্ছেন।
শফিকুল ইসলাম নামে বিএনপির এক কর্মী বলেন, তারেক রহমানকে কাছ দেখতে পাব, এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে। আজ খালেদা জিয়া বেঁচে থাকলে আরও ভালো লাগতো। তবে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। অবহেলিত ময়মনসিংহের উন্নয়নে তার মুখ থেকে নানা প্রতিশ্রুতি শুনব।
আওয়ামী লীগের হাতে দুই হাত হারানো নেত্রকোণার দুর্গাপুরের মঞ্জরুল হক বলেন, দুই হাত হারানোর বিচার আজও পায়নি। তারেক রহমান বিচার নিশ্চিত করবেন সেই জন্যেই এসেছি। আশা করি আমার বঞ্চনার দেন শেষ হবে।
বিএনপি কর্মী শারমিন চৌধুরী বলেন, নারী অধিকার নিশ্চিতে তারেক রহমানের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা শুনতে চাই এবং তা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর থাকবেন। তাই দলে দলে আমরা নারীরা সভায় অংশগ্রহণ করব।
নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে দুপুর আড়াইটায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। পাশাপাশি মঞ্চ থেকে ২টি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও ২টি এলইডি স্ক্রিনে দেখানো হবে ভাষণ। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। অবহেলিত অঞ্চলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান বলছেন স্থানীয়রা।
আমান উল্লাহ আকন্দ/আরকে