পাবনায় জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ

পাবনা-৫ (সদর) আসনের বুদেরহাট এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াতের এক নারী কর্মী তাছলিমা অভিযোগ করে বলেন, আমরা ওই এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য যাই এবং কয়েকবাড়ি প্রচারণা করি। এসময় কিছু পুরুষ মানুষ এসে আমাদের বাধা দেয় এবং বলে, এটা শিমুল বিশ্বাসের (বিএনপির প্রার্থী) নিজ এলাকা। এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না। এসময় তারা অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করে। তারপরও আমরা ভোট চাওয়ার চেষ্টা করলে আরও লোকজন এসে আমাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করে। এসময় ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান এলে তাকেও মারধর করা হয়। এসময় আমাদের আটকে রাখা হয়।
পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবারই আছে। আজকের ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছি। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি চাই।
বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলার বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাবনা-৫ আসন এলাকায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, ওখানে একপক্ষ আরেকপক্ষকে মারধরের অভিযোগ করেছে। আমরা সেনাবাহিনী ও পুলিশসহ সেখানে গিয়েছিলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ব্যাপারে পরে লিখিত অভিযোগ পেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।
রাকিব হাসনাত/আরকে