শিশু উন্নয়ন কেন্দ্রে জীবনদক্ষতা বুটক্যাম্প অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ প্রথমবারের মতো দুই দিনব্যাপী জীবনদক্ষতা উন্নয়ন বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আইনের সংঘাতে আসা শিশুদের উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সোম ও মঙ্গলবার আয়োজিত এই বুটক্যাম্পে অংশ নেয় কেন্দ্রের ৬৭১ জন নিবাসী। ১১টি ভিন্ন জীবনদক্ষতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আইনের সংঘাতে আসা শিশুদের জীবনদক্ষতা উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে সংস্থাটি কাজ করে যাবে।
মঙ্গলবার সকালে বুটক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান শাখার পরিচালক সমীর মল্লিক বলেন, শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে শিশু উন্নয়ন কেন্দ্রে খেলাধুলা, প্রশিক্ষণসহ যুগোপযোগী সুযোগ-সুবিধা বাড়ানো হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে সমাজসেবার অন্যান্য শিশু সুরক্ষামূলক প্রতিষ্ঠানেও এ ধরনের ক্যাম্প আয়োজন করা হবে।
সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহা. কামরুজ্জামান জানান, প্রকল্পের অর্থায়নে আগামী মাসে নিবাসীদের জন্য বড় আকারের একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তত্ত্বাবধায়ক মো. এমরান খান বলেন, নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবন চালু হলে পুরোনো ভবনে পূর্ণাঙ্গ স্কুল কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন ব্যবস্থায় সেখানে কেন্দ্রের শিশুদের পাশাপাশি সাধারণ শিশুরাও পড়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, ‘এসইউকে স্পোর্টিং ক্লাব’ নামে একটি ক্রীড়া ক্লাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিবাসীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
বিকেলে শিশুদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, নৃত্য পরিবেশনা ও গান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (স্পেশাল অ্যাফেয়ার্স) মো. সাজ্জাদুল ইসলাম, পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (আর্থ-সামাজিক উন্নয়ন) মোহাম্মদ রবিউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স) চন্দন জেড গমেজ, হেড অব চাইল্ড প্রোটেকশন স্ট্রেলা রুপা এবং ঢাকা আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিও।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার লিজা মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু উন্নয়ন কেন্দ্র ও ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
