রাজশাহীতে তারেক রহমানের জনসভা জনসমুদ্রে পরিণত হবে : মিনু

রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামীকালকে মাদ্রাসা মাঠে বিএনপির রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মাদ্রাসা মাঠসহ (সমাবেশস্থল) সমগ্র রাজশাহী মহানগরী জনসমুদ্রে পরিণত হবে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদ্রাসা মাঠে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।
মিনু বলেন, আগামীকাল সমাবেশে প্রার্থীদের পরিচয়ের মধ্যে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই অঞ্চলের জনগণ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ৩৯টা আসনে ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। ২২ বছর পর তারেক রহমান আসছেন আমাদের কর্মী সম্মেলনে। ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় মিটিং করেছি। আমাদের অভিজ্ঞতা আছে।
তিনি বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্যদিয়ে তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করেন। আজকে জনগণ চায় একটি পরিবর্তন এবং একটি নতুন দেশ। তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাংলাদেশ থেকে দীর্ঘ সময় চিকিৎসার কারণে লন্ডনে ছিলেন। বিভিন্ন বৈদেশিক বিষয়গুলো তিনি দেখাশোনা করেছেন, তার অনেক অভিজ্ঞতা।
মিনু বলেন, আমরা দেখেছি ১৭ বছর রাজশাহী অবলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। বিএনপির অনেক প্রকল্পকে বাদ দিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। কিন্তু আমরা চাই, আগামী দিনে জনগণের সব ক্ষমতার শক্তি উৎস। সেজন্য আমাদের নেতা ইতোমধ্যেই তিনি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং হচ্ছে মুরুব্বি সবার স্বাস্থ্যের জন্য একটি আন্তর্জাতিক মানে যুগোপযোগী যে চিকিৎসা পদ্ধতি সেটার জন্য হেল্থ কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড।
এদিন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ছাড়াও রাজশাহী জেলা ও মহানগরের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহিনুল আশিক/এএমকে