পাশ কাটাতে গিয়ে তালগাছে ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলো ৪০ জন যাত্রী

মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের হর্টিকালচার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অন্তত ৪০ জন যাত্রী। মুহূর্তের ব্যবধানে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দর্শনা থেকে ছেড়ে আসা মায়া ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস মাগুরা শহরের হর্টিকালচার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি হয়। এ সময় পাশ কাটানোর চেষ্টা করলে মায়া ট্রাভেলসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি তালগাছে ধাক্কা দেন। এতে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন। এ দুর্ঘটনার বাসটিতে থাকা অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনার ফলে মাগুরা–ঝিনাইদহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মাগুরা সদর থানা পুলিশ তিনজনকে আটক করেছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড এবং নিয়মিত হাইওয়ে পুলিশের টহল জোরদার করা জরুরি।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের হর্টিকালচার এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় জড়িত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসে থাকা যাত্রীদের সব মালামাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং হাইওয়ে থানা থেকে সেগুলো যাত্রীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
তাছিন জামান/এমএন