আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রি, দুই দোকানিকে জরিমানা

সাভারের আশুলিয়ায় দুই দোকানে খাদ্য দ্রব্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় সরকারি চাল ও আটা বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটের নিচ তলার দুইটি দোকানে অভিযান পরিচালনা করে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার সেনা কমপ্লেক্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মার্কেটের নিজ তলায় সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং সেকেন্দার আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিন ঢাকা পোস্টকে বলেন, দুই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি চাল ও আটা বিক্রির দায়ে দুই দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/এমএন