তেঁতুল গাছ লাগিয়ে কেউ ফজলি আম আশা করতে পারে না : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তারা জনগণের দুঃখ ঘোচাতে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাস্তা, স্কুল কিংবা খাল খননের নামে বরাদ্দকৃত অর্থের বড় অংশ আগে ব্যক্তিগত পকেটে ঢুকে, পরে কাজ হয় ফলে উন্নয়ন হয়েছে দুর্নীতি নির্ভর ও অস্থায়ী।
যতদিন না আল্লাহভীরু, সৎ ও জনস্বার্থে নিবেদিত নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসে, ততদিন এই দেশের মানুষ প্রকৃত শান্তি ও ন্যায়বিচার পাবে না। সংসদে আল্লাহর আইন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হলেই রাষ্ট্রে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২৮ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া, কাটলঠালতলা নূরানী স্কিম মাদ্রাসা, মঠবাড়িয়া, চুকনগর আশ্রয়ণ প্রকল্প, আঠারো মাইল বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে রাজনৈতিক বাস্তবতার উদাহরণ দিয়ে তিনি বলেন, তেঁতুল গাছ লাগিয়ে কেউ ফজলি আম আশা করতে পারে না। ঠিক তেমনি চোর, ডাকাত ও দুর্নীতিবাজদের ভোট দিয়ে ভালো সরকার আশা করা রাজনৈতিক ভ্রান্তি। যারা আল্লাহ-রাসূল (সা.) মানে না, জনগণের সঙ্গে প্রতারণা করে এবং ক্ষমতায় গিয়ে লুটপাটে জড়ায় তাদের দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ মোট ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, যাদের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি বা লুটপাটের কোনো অভিযোগ নেই। এই রাজনৈতিক ঐক্যকে তিনি দেশের জন্য পরিবর্তনের শেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন।
দল-মতের কারণে বিভাজন নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির সমর্থকরাও আমাদেরই ভাই-বন্ধু। তবে এবার ব্যক্তিগত কিংবা দলীয় আবেগের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ভোট দেওয়ার সময় এসেছে।
এ সব কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, ড. একরাম উদ্দীন সুমন, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মঈন উদ্দীন, মাহাবুর রহমান, বাবলুর রহমান বাতি, সিরাজুল ইসলাম, সামিদুল হাসান লিমন, তানবীর হাসান, মেহেদী হাসান, জোবায়ের ফকির, মাওলানা বাহারুল ইসলাম গাজী, সিরাজুল ইসলাম, মাওলানা রাশিদুল ইসলাম, বাবর আলী শেখ, সিরাজুল ইসলাম মেম্বার, আলাউদ্দিন মালী, সার্জেন্ট রবিউল ইসলাম, ডা, মফিজুর রহমান প্রমুখ।
বিকেলে আঠারো মাইল বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভা আমির মাওলানা আবদুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, মাওলানা মোতালেব হুসাইন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা সামিদুল হাসান লিমন, ডা. আব্দুল মান্নান, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএন