পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন হবে কমিশন : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। নির্বাচনী ফলাফল নির্ধারণ করবে ভোটাররা, অন্য কেউ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে—ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও দলমত নির্বিশেষে সব ভোটার যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সার্থক করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য। নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার চোখে সব প্রার্থীই সমান। সামান্যতম পক্ষপাতদুষ্ট কোনো নির্দেশনা কমিশন থেকে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
নির্বাচনে অর্থের প্রভাব বন্ধের বিষয়ে তিনি বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর অপব্যবহার রুখতে আমরা কঠোর নজরদারি করছি। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সন্ত্রাসী কার্যকলাপ বা ভোট কেনাবেচায় যাতে এমএফএস ব্যবহৃত না হয়, সে বিষয়ে সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতিনিয়ত এমএফএস এজেন্টদের লেনদেন পর্যবেক্ষণ করতে হবে। হঠাৎ করে লেনদেনের ভলিউম বেড়ে যাওয়া বা দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাকাউন্ট সচল হওয়ার মতো বিষয়গুলোতে সজাগ থাকতে হবে।
ভোটকেন্দ্রে নিরাপত্তার বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, আমরা শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে চাই। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ সাক্ষ্য হিসেবে কাজ করবে। এসব ক্যামেরার নিরাপত্তার জন্য স্কুল কমিটি ও প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর নজরদারি নিশ্চিত করতে হবে।
পোস্টাল ভোটের স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, পোস্টাল ভোটে সামান্যতম ত্রুটিও রাখা হচ্ছে না। লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না, যাতে প্রকৃত ভোটারই ভোট দিচ্ছেন কি না তা নিশ্চিত হওয়া যায়। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও মিশন প্রধানদের এই স্বচ্ছ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।
মো. আব্দুল আলীম/এমএন