নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে মো. শরীফুল ইসলাম (২৫) নামের এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজবাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করে তার চাচাতো ভাই শাকিল মিয়া। এ সময় জহিরুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত মো. শরীফুল ইসলাম উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ছিলেন। অভিযুক্ত শাকিল মিয়া (২৩) চাচা বাদল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উত্তেজিত হয়ে শরীফুলের বাড়ি যান শাকিল। পরে শাকিল ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের মাথায় আঘাত করেন। এ সময় তাদের চাচা জহিরুল ইসলাম ঝগড়া ফেরাতে আসলে তিনিও গুরুতর আহত হন। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন তার অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শরীফুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমিনুর রহমান সাদী/এমএন