সাতক্ষীরায় পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠল ২০ লাখ টাকার মাছ

সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে একটি মৎস্য ঘেরে শত্রুতা করে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ঘেরের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি সাদাকাতুল্লাহ জানান, গত ২৬ জানুয়ারি (সোমবার) রাতে কে বা কারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। প্রতিদিনই তিনি রাতের বেলায় ঘেরে পাহারা দেন। তবে ঘটনার দিন বিশেষ কারণে ঘেরে যেতে পারেননি। পরদিন ২৭ জানুয়ারি সকালে ঘেরে গিয়ে দেখেন, চাষকৃত মাছগুলো মৃত অবস্থায় পানির ওপর ভেসে উঠেছে।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসীর অভিযোগ, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ইব্রাহিম খলিল/এমএন