অবহেলা-বঞ্চনার অবসান হবে ধানের শীষে ভোট দিলে: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধানের শীষে ভোট দিলে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। এখানে উন্নয়নের নামে হয়েছে লুটপাট আর বৈষম্য। এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের মৌলভীবাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মাঝে শহীদ জিয়ার আদর্শ দেখতে পাচ্ছে। সে কারণেই তাঁর পরিকল্পনার মধ্যে মানুষ নতুন করে বেঁচে থাকার দিশা খুঁজে পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকায় কোনো বৈষম্য থাকবে না জানিয়ে প্রিন্স বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করা হবে। জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের কাছেই জবাবদিহি করব এবং এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পরামর্শ অনুযায়ী কাজ করে যাবো।
হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি পরিকল্পিত, আধুনিক এবং আলোকিত জনপদে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যুবসমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এ ছাড়া কলকারখানা স্থাপন, বেকারত্ব দূরীকরণ, পর্যটন শিল্পের বিকাশ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ময়মনসিংহ থেকে রেল সংযোগ স্থাপন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই হবে আমার অগ্রাধিকার।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন, ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ শেয়ার বিডি’র পরিচালক ফজলে নওশাদ, শেখ আরশাদ ইমাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল কালাম আজাদ এবং প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।
এ ছাড়াও হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. আমান উল্লাহ আকন্দ/এমএন