জনসাধারণের চলাচলের সড়ক লিজ দিচ্ছে জেলা পরিষদ!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসাধারণের চলাচলের একটি সড়ক লিজ দিচ্ছে জেলা পরিষদ। সড়কটি নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে জেলা পরিষদের মামলা চলমান রয়েছে। এ অবস্থায় লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। সড়কটি লিজ দিলে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ের সরাইল মৌজার ৭২৮৭ নং দাগের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত। জায়গাটি স্থানীয়রা চলাচলের সড়ক হিসেবে ব্যবহার করে আসছেন। এ অবস্থায় কয়েকমাস আগে জেলা পরিষদের সদস্য পায়েল মৃধার নেতৃত্বে সড়কটিতে ঘর তোলার চেষ্টা করা হয়।
এ নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে ঘর তোলার চেষ্টা ভেস্তে যায়। সড়কটি নিয়ে সওজের সঙ্গে জেলা পরিষদের মামলা চলছে। এ অবস্থায় সড়কটি লিজ দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের নীতিমালা মেনে যেসব জায়গা লিজ দেওয়া যায়, সেগুলো দেওয়া হবে। এর অংশ হিসেবে ওই জায়গাটিও লিজ দেওয়া হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ওই এলাকায় সার্ভেয়ার পাঠানো হয়েছে। জায়গাটি যদি আমাদের দখলে থাকে এবং সব কাগজপত্র ঠিক থাকে, তাহলে লিজ না দেওয়ার জন্য জেলা পরিষদকে চিঠি দেওয়া হবে।
আজিজুল সঞ্চয়/এসপি