লকডাউনে নির্দেশ অমান্য করায় স্বপ্নকে জরিমানা

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে ফরিদপুরে নির্দেশ অমান্য করে খোলা রাখায় দুপুরে সুপার শপ স্বপ্নকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।
আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়ন করতে বৃহস্পতিবার শহরের সুপার মার্কেট, আলীপুর মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, রথখোলা, পূর্বখাবাসপুর, ঝিলটুলী,অনাথের মোড়, চরকমলাপুর, হারোকান্দী, মুন্সী বাজার, পিয়ারপুর, রাজবাড়ী রাস্তার মোড়, বদরপুর, কানাইপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।
এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ আল-আমিন। র্যাব, ব্যাটালিয়ান আনসারের একটি দল উপস্থিত থেকে এ অভিযানে সহযোগিতা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিধি নিষেধ ভঙ্গ করে সুপার শপ খোলা রাখায় "স্বপ্ন" সুপার শপকে ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
এমএএস