বৃষ্টির মধ্যেই খাবার পৌঁছে দিলেন ইউএনও

রংপুরের কাউনিয়ায় বৃষ্টি উপেক্ষা করে করোনাভাইরাস আক্রান্ত এক পল্লী চিকিৎসকের বাড়িতে মৌসুমি ফলসহ খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। এসময় তিনি অসুস্থ পল্লী চিকিৎসক ইউনুছ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বৈরি আবহাওয়ার মধ্যে উপজেলার হরিচরণ লস্কর বালাপাড়া গ্রামের ওই চিকিৎসকের বাড়িতে যান ইউএনও তাহমিনা তারিন। এর আগে তিনি গ্রামের সাধারণ মানুষদের লকডাউনে বিধিনিষেধ মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।
এসময় তার সঙ্গে ছিলেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান, পরিদর্শক (ওসি তদন্ত) সেলিমুর রহমান, সমাজ উন্নয়নকর্মী সারওয়ার আলম মুকুল।
এদিকে রংপুর জেলার অন্যান্য উপজেলার মতো কাউনিয়াতেও করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। সচেতনতার অভাব ও উদাসীনভাবে চলাফেরার কারণে সংক্রমণ সবখানে ছড়িয়ে পড়েছে। বর্তমানে রংপুরের আট উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় করোনা শনাক্তের সংখ্যা ৬ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস