ব্রাজিল সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের খেলা নিয়ে বাগবিতণ্ডার পর আর্জেন্টিনার সমর্থকদের মারধরের ঘটনায় ব্রাজিল সমর্থকের চাচা আহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জুলাই) বিকেলে জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।
আহত নোয়াব মিয়াকে (৬০) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
আহত নোয়াব মিয়ার স্বজনরা জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল বনাম পেরুর সেমিফাইনাল খেলা নিয়ে মঙ্গলবার সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার তর্কাতর্কি হয়।
একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নোয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে জীবনসহ আরও কয়েকজন মিলে মারধর করেন। পরে নোয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কোপা আমেরিকার টুর্নামেন্টের খেলা নিয়ে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল সঞ্চয়/এমএসআর