কোয়ারেন্টাইনে না থাকা সেই চিকিৎসককে সরিয়ে দেওয়া হলো

আইসোলেশন ইউনিটের দায়িত্ব পালনের পর কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখা সেই চিকিৎসক সফিউল্লাহ আরাফাতকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেনারেল হাসপাতালে তার সংযুক্তির আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হলেও শনিবার (১০ জুলাই) বিষয়টি জানাজানি হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ডা. আরাফাতের পদায়ন ছিল।
এর আগে গত ৪ ও ৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালন করেন ডা. আরাফাত। নিয়ম অনুযায়ী আইসোলেশন ইউনিটের দায়িত্ব পালনের পর ১৪টি কোয়ারেন্টাইনে থাকতে হয়।
কিন্তু ডা. আরাফাত নিয়ম না মেনে ৮ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে বসে রোগী দেখেন। এ নিয়ে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, ডা. আরাফত নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন ছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে সংযুক্ত করে রাখা হয়েছিল। নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে তার সংযুক্তির আদেশ বাতিল করা হয়।
আজিজুল সঞ্চয়/এমএসআর