১৪০০ ইমাম-মুয়াজ্জিনকে রাসিক মেয়রের ঈদ উপহার

রাজশাহী নগরীর বিভিন্ন মসজিদের এক হাজার ৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ উপহার দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রত্যেককে দেড় হাজার টাকাসহ দশ কেজি চাল ও এক কেজি ডালের খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট প্রদান করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুলাই) দুপুরের দিকে নগরভবনের সিটি হল সভাকক্ষে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের তরফ থেকে এই উপহার বিতরণ করেন মেয়র লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উলামায়ে কেরাম ও আলেমদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে আলেমদের কল্যাণে উলামাকল্যাণ পরিষদ গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের ন্যায় এবারো শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার প্রদান করা হচ্ছে।
মেয়র বলেন, করোনার কারণে এক সংকটময় পরিস্থিতি পার করছে বিশ্ব। করোনার এই সময়ে পবিত্র ঈদুল আজহা সতর্কতার সঙ্গে উদযাপন করতে হবে। সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামাকল্যাণ পরিষদের উপদেষ্টা জামিয়া উসমানিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন ও পরিষদের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন উলামাকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর