উপহারের ঘরে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : পলক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শক্তিশালী অনেক রাষ্ট্র করোনায় বিপর্যস্ত। বাংলাদেশেও এই ঢেউ লেগেছে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আজকের এ দিনে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল একটি গোষ্ঠী।
তিনি আরও বলেন, কিন্তু দীর্ঘ ১১ মাস জেলে থাকার পর জননেত্রী শেখ হাসিনা কারা থেকে মুক্তি লাভ করেন। জনগণের অধিকার ফিরে আসে। সরকার গৃহহীনদের গৃহ করে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে সরকার এ উদ্যোগ নিয়েছে, যা বিগত কোনো সরকার নিতে পারেনি।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে সিংড়া পৌরসভা এলাকায় ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ ও ১২ ইউনিয়ন-পৌরসভায় ৪০টি করোনা বুথ স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক প্রদান করেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার গৃহহীনদের ঘর করে দিচ্ছে। এ ঘরে কোনো অনিয়ম, দুর্নীতি সরকার বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করছে সরকার। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, হাটে হাটে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করা হবে। তাছাড়া অনলাইনে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে গরুর হাটে জীবাণুনাশক বুথ স্থাপন করা হবে। মাস্ক পরার জন্য সবার সচেতন হতে হবে। এ জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ১ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে ২ লাখ মাস্ক বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
তাপস কুমার/এমএসআর