সাতক্ষীরায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ২ র্যাব সদস্য আহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে র্যাবের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় র্যাব চারজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর হক দোলন জানান, একটি ফেনসিডিল চালান ধরার জন্য ক্রেতা সেজে র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বিক্রেতারা বুঝতে পেরে ফেনসিডিলের চালানটি আর বিক্রি করেনি। পরে র্যাব সদস্যরা ফিরে আসার সময় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে র্যাব সদস্যরা আহত হয়েছেন। দুই সদস্যের অবস্থা গুরুতর ছিল।
রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখেছি, র্যাবের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকাবাসীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে। র্যাব সদস্যরা সাদাপোশাকে যাওয়ায় গ্রামবাসীর সঙ্গে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি-- উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর হক দোলন
স্থানীয়রা জানান, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ও ৪ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, চেয়ারম্যানের ভাতিজা মজিবুল হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে আটক করে নিয়ে গেছে র্যাব।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে র্যাবের চারজন সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মোটামুটি ইনজুরি হয়েছিল। তাদের শ্যামনগর হাসপাতাল থেকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসা নিয়েছেন র্যাব সদস্য মাসুদ হোসেন, সুফিয়ান, ফিরোজ ও আসলাম।

র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান ঢাকা পোস্টকে জানান, স্থানীয়দের হামলায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পরে বিস্তারিত জানানো হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, র্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব। তবে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব না। কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটি র্যাব জানাতে পারবে। র্যাবের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
আকরামুল ইসলাম/এনএ