ব্রাহ্মণবাড়িয়ায় ১২০০ কেজি কোরবানির মাংস বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৬০০ অসহায় মানুষকে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সরকারি হাজী আব্দুল জলিল উচ্চবিদ্যালয় মাঠে আশ্রয় বিদ্যাপিঠ ও এটেক্সা সংগঠনের উদ্যোগে এসব মাংস বিতরণ করা হয়। প্রত্যেককে দুই কেজি করে গরুর মাংস দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মাহমুদুল হোসাইন খান ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, আশ্রয় বিদ্যাপীঠের উপদেষ্টা ইসহাক সুমন, এটেক্সা সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামান ইকবাল ও ওয়াছি উদ্দিন নাসিম, অর্থ সম্পাদক সৈয়দ আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ প্রমুখ।
আশ্রয় বিদ্যাপীঠের উদ্যোক্তা ইশতিয়াক আশিক জানান, এবার নিয়ে টানা পাঁচবার অসহায় মানুষকে কোরবানির মাংস দেওয়া হলো। মাংস বিতরণের জন্য সংগঠনের সদস্যদের অর্থায়নে একটি গরু কোরবানি করা হয়। এর পাশাপাশি সংগঠনের সদস্যরা তাদের কোরবানি করা গরুর মাংস অসহায় মানুষদের বিতরণ করেছেন।
আজিজুল সঞ্চয়/এমএএস/এনএ