পরিত্যক্ত জঙ্গলে চোলাই মদের কারখানা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গুছিড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাব। শনিবার (২৪ জুলাই) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- উপজেলার মোহনপুর ইউনিয়নের দরগা হঠাৎপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৮) ও মোহাম্মদ ইয়াসিনের ছেলে মো. হান্নান আলী (৪৫)।
র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

র্যাব জানায়, বালিয়াঘাট্টা গুছিড়া গ্রামের একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দেশীয় চোলাই মদের কারখানা রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিএম আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে মদ তৈরির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। লোকচক্ষুর আড়ালে যাতে কেউ জানতে না পারে তাই মদ তৈরির কারখানা হিসেবে পরিত্যক্ত জঙ্গলকে নির্বাচন করেছে দেশীয় চোলাই মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা।
র্যাব আরও জানায়, অভিযানে এক হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আটকদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/আরএআর