চাঁদপুরে প্রাণ হারালেন আরও ৭ জন

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে আর অন্যজন করোনা উপসর্গে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১৫৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সদর হাসপাতালের করোনা-বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল ঢাকা পোস্টকে বলেন, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের ফজলুল হক (৭০) করোনায় আক্রান্ত হয়ে গত ২০ জুলাই সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইলোশন ওয়ার্ডে ভর্তি হন। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।
এ ছাড়া শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ার শোয়াপাড়া এলাকার সাজেদা বেগম (৭০) করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সাজেদা বেগম (৫৫) শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদিকে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার মায়মুনা (৬৫) শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে সদর হাসপাতালে ভর্তি হন। ২ ঘণ্টার মাথায় বিকেলে ৪টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। তার নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ।
অন্যদিকে চাঁদপুর সদরের বহরিয়া এলাকার রামদাসদী গ্রামের মেহেদী হাসান (৩৬) করোনায় আক্রান্ত হয়ে গত ২২ জুলাই সকাল সোয়া ৮টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তিনি মারা যান।
ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাশপুর এলাকার সিরাজুল (৫৫) শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তখনই তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হয়।
এর আগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর পাইকাস্তা গ্রামের কাঞ্চনমালা (৬৫) শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান। ওই দিন সকাল ৮টায় তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৫৭ জন। আর মৃতের সংখ্যা ১৫৬ জন। শনাক্তের তুলনায় হার ৩৯ দশমিক ৬০ শতাংশ। এসব তথ্য সিভিল সার্জন সূত্রে জানা গেছে।
শরীফুল ইসলাম/এনএ