মানিকগঞ্জে করোনায় এক দিনে তিনজনের মৃত্যু, শনাক্ত ১০৮

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের। শনাক্তের হার ৪১ দশমিক ৮৬ শতাংশ।
রোববার (২৫ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্ত ১৮০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ১৯ জন, সাটুরিয়ার ৯ জন, দৌলতপুরের ৯ জন, ঘিওরের ৮ জন, শিবালয়ের ১৭ জন, হরিরামপুরের ১৯ জন এবং সিংগাইরের ২৭ জন রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ২৮ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯৫ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৭২৯ জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০০ জনের। করোনা আক্রান্তরা হাসপাতালে ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও সাধারণ মানুষ নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে। করোনার সংক্রমণের বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
সোহেল হোসেন/আরএআর