ট্রাকের ধাক্কায় মায়ের মৃত্যু, দুই মেয়ে হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নাসিমা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ৭ মাস বয়সী মেয়ে সিদ্দীকা ও ৭ বছরের মেয়ে নাফিজা। তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর পিটতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা আক্তার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা যোগে দুই মেয়েকে নিয়ে নাসিমা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। তারা হরিনগর পিটতলা এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। আহত হয় তার দুই মেয়ে সিদ্দীকা ও নাফিজা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম/আরএআর