নলচিরা ঘাটের ভাইরাল ভিডিওটি পুরোনো

নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাটের পন্টুন থেকে ট্রলারে নামার সময় কয়েকজন নারী-পুরুষের পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও ভিডিওটি কোন সময়ের তা ফেসবুকে লেখা হয়নি।
ঘাট এলাকার লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি- এই ভিডিও গত ঈদুল ফিতরের পরের।
গতকাল রোববার (০১ আগস্ট) চলমান লকডাউনের মাঝে হঠাৎ করে শিল্পকারখানা খুলে দেওয়ায় শ্রমিকরা যখন লঞ্চ ও যানবাহনে গাদাগাদি করে ঢাকা যাচ্ছে ঠিক তখন কয়েকটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায়, নলচিরা ঘাটে কয়েকশ নারী-পুরুষ ট্রলারে ওঠার চেষ্টা করছেন। হঠাৎ করে কয়েকজন নারী-পুরুষ পন্টুন থেকে ট্রলারে পড়ে যান।
নলচিরা ঘাটের দোকানদার মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে তা গত কয়েকদিনের মধ্যে ঘটা কোনো ভিডিও না। আমরা এখানে দোকানদারি করি, এমন কিছু ঘটলে আমরা জানতাম।
নলচিরা ঘাটে দায়িত্বে থাকা পুলিশের এএসআই পিয়ার আলী ঢাকা পোস্টকে বলেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এ ধরণের ভিডিও ফেসবুকে ভাইরাল করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌপুলিশ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, এই ভিডিওটি পুরাতন। উদ্দেশ্যমূলকভাবে এ ধরণের ভিডিও ফেসবুকে ভাইরাল করা হয়েছে।
ভিডিওটি অনেকেই ফেসবুকে আপলোড করেছেন। এদের মধ্যে জুলফিকার নামে এক ফেসবুক ব্যবহারকারী ঢাকা পোস্টকে বলেন, ভিডিওটি কবেকার তা আমার জানা নেই। আমি ফেসবুকে ভিডিওটি পেয়েছি। তারপর ভিডিওটি ডাউনলোড করে আপলোড দিয়েছি।
নলচিরা ঘাটের ইজারাদার মো. ফাহিম ঢাকা পোস্টকে বলেন, ভিডিওটি এক বছর আগের হতে পারে। দুই-একদিনের ভেতরের না।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নলচিরা ঘাটে সার্বক্ষণিক আমার প্রতিনিধি থাকে। এ ধরণের ঘটনা যদি ঘটতো তবে সে তা আমাকে জানাতো। আমি এমন কোনো ঘটনার খবর পাইনি। এ ধরণের ঘটনা কবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসিব আল আমিন/আরএআর