অনুমতি ছাড়াই রেলের জায়গায় সড়ক নির্মাণ

ফরিদপুরের বোয়ালমারীতে রেলের জায়গায় জুন মাসের শেষ সপ্তাহে ইটের সড়ক নির্মাণ করে উপজেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের (এডিপি) উদ্যোগে ২ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয। তবে অনুমতি না নেওয়ায় সোমবার (০২ আগস্ট) ওই সড়কের ইট তুলে ফেলা শুরু করেছে রেল বিভাগ।
এ ঘটনায় সরকারি ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির রেলক্রসিং এলাকায় ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে জুন মাসের শেষের দিকে রেলসড়ক ঘেঁষে অনুমতি না নিয়ে ওই ইট বিছানো সড়কটি নির্মাণ করে উপজেলা পরিষদ। সোমবার সকাল থেকে রাস্তার ইট তুলে পাশে রাখতে দেখা যায় রেলের কর্মচারীদের।
এ ব্যাপারে বোয়ালমারী রেলস্টেশনের দায়িত্ব নিয়োজিত সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, রেলের জমিতে রেল বিভাগের অনুমতি না নিয়ে রাস্তা নির্মাণ করেছিল উপজেলা পরিষদ। এ রাস্তাটি বিপদজনক হয়ে উঠেছিল। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাস্তার ইট তুলে ফেলার কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, রাস্তার কাজের দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। এডিপি ফান্ডের টাকা চেয়ারম্যানের দায়িত্বে থাকে। তিনি কোথায় এই কাজ করবেন সেটা তিনি জানেন। আমার কাজ টেন্ডার দেওয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন জানান, অনুমতি না নিয়ে সড়ক করে তিনি ভুল করেছেন। জায়গার মালিক রেল বিভাগ, তারা যে ব্যবস্থা নেবেন সেটাই চূড়ান্ত। এখানে আমার আর কিছু বলার নেই।
এসপি