বিরল রোগে আক্রান্ত শিশুটির পাশে দাঁড়ালেন নগরকান্দা ইউএনও

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মান্নান শেখের ছেলে জামিল শেখ (১০)। জন্মের পর থেকে তার ডান চোখে টিউমারসদৃশ কিছু একটা ছিল।
সময়ের সাথে সাথে সেটাই বড় হয়ে বিকৃত আকার ধারণ করে প্রায় ঢেকে যায় জামিলের ডান চোখ। জামিলের বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। মা আঙ্গুরী বেগমের এই রোগের চিকিৎসা করানোর সামর্থ্য নেই।
এই ঘটনা জেনে সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু। বুধবার (৪ আগস্ট) সকালে তিনি জামিলের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেন।
জামিলের মা আঙ্গুরী বেগম বলেন, সাড়ে ৫ বছর আগে তার স্বামী তাকে ছেড়ে নতুন বিয়ে করেন। এরপর থেকে সংসারের হাল তাকেই ধরতে হয়েছে। জামিলের জন্মের পর ডান চোখের কোনায় টিউমারের মতো হয়। সেটা বেড়ে এখন ডান চোখ প্রায় ঢেকে গেছে। এর জন্য অপারেশন করানোর সামর্থ্যও তার নেই।
তিনি আরও বলেন, জামিল স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণিতে পড়তো। ওর চোখের রোগটা দেখে ওর সহপাঠীরা ভয় পায় বলে ও স্কুলেও যেতে চায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ঢাকা পোস্টকে বলেন, অর্থের অভাবে শিশুটিকে তার পরিবার উন্নত চিকিৎসা করাতে পারেনি- এমন খবর শুনে ওই শিশুটির বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেছি।
ইউএনও আরও বলেন, পরিবারটির সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। শিশু জামিলের উন্নত চিকিৎসার ব্যাপারে আমরা উদ্যোগ নেবো।
জহির হোসেন/এনএফ