শ্বাসকষ্টে ভোগা নারীকে গাড়িতে নিয়ে কয়েক হাসপাতাল ঘুরলেন ওসি

মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকার বাসিন্দা নার্গিস আক্তার। মধ্যরাতে হাঠৎ করে শ্বাসকষ্ট শুরু হলে স্বামীকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রাস্তায় বের হন। এতরাতে রাস্তায় কোনো গাড়ি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। অফিস শেষ করে বাড়ি ফেরার পথে এ দৃশ্য দেখে এগিয়ে আসেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার। পরে শ্বাসকষ্টে ভোগা নার্গিসকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান তিনি।
সুস্থ হয়ে গতকাল শুক্রবার (৬ আগস্ট) ডিবির ওসির এমন সহযোগিতার কথা উল্লেখ করে ফেসবুকে তার নিজের আইডিসহ জেলার বিভিন্ন গ্রুপে পোস্ট দেন নার্গিস আক্তার। সেই পোস্টে পুলিশের এমন উদারতা, মানবকিতার প্রশংসা করে ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন আইডি থেকে মন্তব্য করেন। এতে প্রসংশায় ভাসছেন ওসি হানিফ সরকার।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের খালপাড় এলাকার হক নাহার প্লাজায় থাকেন নার্গিস আক্তার। গত ৫ আগস্ট রাত ১২টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থার অবনতি হলে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য বাসা থেকে বেন হন তার স্বামী। কিন্তু রাত বেশি হওয়ায় রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলেন না তিনি। এসময় প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন ওসি হানিফ সরকার। তাদের এতরাতে বাসার নিচে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান তিনি। পরে ঘটনা শুনে নিজ গাড়িতে করে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান ওসি।
এসময় অক্সিজেনের জন্য ওই নারী ও তার স্বামীকে নিয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ঘুরেন তিনি। পরে অক্সিজেনের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেকে অনুরোধ করেন ওসি হানিফ সরকার। এরপর সেখানে নিয়ে ওই নারীকে অক্সিজেন দেওয়া হয়।
৩০ মিনিট পরে ওই নারী সুস্থ হয়ে উঠলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কিছু ওষুধপত্র লিখে দেন। পরে রাত ২টার দিকে ওসি তাদের গাড়িতে করে বাসায় পৌঁছে দেন। অ্যাজমাজনিত কারণে ওই নারীর এমন শ্বাসকষ্ট হয়েছিল বলে জানা গেছে।
নার্গিস আক্তার বলেন, ডিবির ওসি হানিফ ভাইয়ের চেষ্টায় আর আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেছি। মধ্যরাতে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। সত্যি পুলিশ জনগণের বন্ধু।
নার্গিসের দেওয়া পোস্টে, মানবিক পুলিশ অফিসার, আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারী আব্দুল্লাহ-আল-মামুন।
শেখ শাহজাহান নামের আরেকজন মন্তব্য করেছেন, আপনাকে স্যালুট, ভালোবাসা, শুভ কামনা ও মহান আল্লাহর নিকট আপনার দীর্ঘায়ু কামনা করছি হানিফ সাহেব। ওসি ডিবির এমন প্রশংসা করে আরও অনেকেই ওই পোস্টে মন্তব্য করেছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার বলেন, প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বাসায় ফিরছিলাম। মধ্যরাতে খালপাড় এলাকায় ওই নারী ও তার স্বামীকে দাঁড়ানো দেখে এগিয়ে যাই। তাদের অসহায়ত্ব দেখে বসে থাকতে পারিনি। পরে তাদেরকে নিজ গাড়িতে করে চিকিৎসকের কাছে নিয়ে যাই।
তিনি আরও বলেন, ওই নারীর শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেনের জন্য জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ঘুরেছি। বিপদে আপদে একজন মানুষই তো অন্য একজন মানুষের পাশে এসে দাঁড়ায়। আমিও সেই কাজটিই করেছি। পুলিশের দায়িত্বের পাশাপাশি সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলে জানান তিনি।
সোহেল হোসেন/এমএএস