ময়মনসিংহে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মঈনুল হাসান পলাশ (৩০) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে তারা। রোববার (০৮ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মঈনুল হাসান পলাশ জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গৌরীপুর ও ময়মনসিংহ সদরের সীমান্তবর্তী চরশ্রীরামপুর বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিকাশ, নগদের এজেন্টের পাশাপাশি তিনি মোবাইল ফোনও বিক্রি করতেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সারাদিন বেচাকেনা শেষে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন পলাশ। দোকান থেকে পলাশের বাড়ির দূরত্ব ৫০০ মিটারের মতো। কিন্তু বাজার থেকে কিছুদূর যেতেই স্থানীয় ফজলুর রহমানের মৎস্য খামারের কাছে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পলাশের সঙ্গে থাকা টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। কিছু সময় পর রাস্তা দিয়ে লোকজন যাওয়ার পথে পলাশের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ।
নিহতের চাচাতো ভাই এসএম জাহিদ হাসান বলেন, দোকান বন্ধ করে আমার ভাই বাড়ি ফিরছিল। কিন্তু পথেই তার বুকের ওপরে অন্তত তিনটি ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করা হয়েছে। কারা এমনটি করেছে বুঝতে পারছি না। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, একা বাড়ি ফেরার পথে নির্জন স্থানে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
উবায়দুল হক/এসপি