আগুনে পুড়ল রোহিঙ্গাদের ৫ শতাধিক বসতঘর

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫ শতাধিক বসতঘর। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে নয়াপাড়ায় নিবন্ধিত ক্যাম্পের ই-ব্লকে এ অগ্নিকাণ্ডে ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্যাম্পের একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ই-ব্লকের নুরুল আমিনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। ওই আগুেনে ই ব্লকের ৫৫০টি বসতঘর পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ইনচার্জ (উপ-সচিব) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, আগুনে প্রায় ৫৫০টি ঘর পুড়ে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের বসতঘর পুড়ে গেছে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করা হচ্ছে।
এসপি