৩ শতাধিক কর্মহীনকে খাদ্যসামগ্রী দিল প্রাণের বাগেরহাট

ফেসবুকভিত্তিক গ্রুপ ‘প্রাণের বাগেরহাটে’র পক্ষ থেকে করোনায় কর্মহীন ৩ শতাধিক ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনাতায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন ডিসি মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন উপস্থিত ছিলেন।
এছাড়াও ফেসবুকভিত্তিক গ্রুপ প্রাণের বাগেরহাটের চিফ অ্যাডমিন শাওন পারভেজ, অ্যাডমিন গাজী রেজওয়ান শাথিল, সংগঠনের স্বেচ্ছাসেবকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাটের বস্ত্র ব্যবসায়ী কর্মচারী, কাটা কাপড় ব্যবসায়ী-কর্মচারী, ছিট কাপড় ব্যবসায়ী-কর্মচারী, পাদুকা ব্যবসায়ী-কর্মচারী এবং পোশাক কারখানার ব্যবসায়ী-কর্মচারীদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শাওন পারভেজ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে ফেসবুকের এই প্লাটফর্মের মাধ্যমে মানুষকে সহযোগিতা করে আসছি। খাদ্যসামগ্রী বিতরণ, পথশিশুদের পোশাক প্রদান, রান্না করা খাবার বিতরণসহ নানাপ্রকার সামাজিক কাজ করছি আমরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ফেসবুক গ্রুপ ‘প্রাণের বাগেরহাট’ অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।
তানজীম আহমেদ/এমএসআর