নাটোরে বনপাড়া-পাবনা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

নাটোরের বনপাড়া হাটিকুমরুল ও বনপাড়া-পাবনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অন্যদিকে ভ্যাপসা গরম। সব মিলিয়ে যাত্রীরা পড়েছেন বিপাকে। আটকে আছে শত শত পরিবহন।
পরিবহনচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ যানজটের কারণে বনপাড়া-হাটিকুমরুল ও বনপাড়া-পাবনা মহাসড়কের যানজট দেখা দিয়েছে। পুলিশি কার্যক্রম সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন তারা। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
যাত্রীবাহী কোচের পাশাপাশি কাঁচামালবাহী ট্রাকগুলো আটকে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় ট্রাকে থাকা কাঁচা তরকারি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে আর্থিক ক্ষতিতে পড়বেন কাঁচামালের মহাজনরা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার রাতে মুলাডুলি রেলগেট এলাকায় রেললাইন সংস্কারকাজ করার জন্য নাটোর-পাবনা মহাসড়ক বন্ধ ছিল। সকালে সংস্কারকাজ শেষ হয়।
কিন্তু বুধবার সকাল থেকেই গণপরিবহন খুলে দেওয়ায় পরিবহনের চাপ বৃদ্ধি পায় মহাসড়কে। এতে জ্যামে আটকা পড়ে শত শত পরিবহন। এতে সৃষ্টি হয় প্রায় ২০ কিলোমিটার ব্যাপী যানজটের। পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুত তা করতে পারবে বলে জানান তিনি।
তাপস কুমার/এনএ