নরসিংদীতে পুকুরে খেলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পুকুরে খেলতে নেমে লিমন মিয়া (৯) ও জুনায়েদ মিয়া (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার সৈয়দনগর এলাকার নির্মাণাধীন বিসিক শিল্পনগরীর ভেতরের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
লিমন মিয়া নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর এলাকার রিপন মিয়ার ছেলে ও জুনায়েদ মিয়া একই এলাকার কিরন মিয়ার ছেলে। ওই দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে লিমন ও জুনায়েদ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা দুজন আরও কিছু শিশুর সঙ্গে সৈয়দনগর এলাকার বিসিক শিল্প নগরীর ভেতরের বালুর মাঠে খেলা করছিল।
একপর্যায়ে তারা দুজন পার্শ্ববর্তী পুকুরে নামে। পরে বিকেল ৫টার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি জানান, দুই শিশু হয়তো পুকুরটিতে গোসল করতে নেমেছিল। বিকেল ৫টার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, পানিতে পড়ে মারা গেছে এই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।
রাকিবুল ইসলাম/এমএসআর