বঙ্গবন্ধুকে জানতে বিনামূল্যে ১৩০০ বই বিতরণ

রংপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে দুই লাখ টাকার বই বিতরণ করেছে আইডিয়া প্রকাশন ও আইডিয়া পাঠাগার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ভিত্তিক বই বিতরণ করে রংপুরের সৃজনশীল জ্ঞানগ্রন্থ প্রকাশনা সংস্থাটি। এসব বই পড়ে বঙ্গবন্ধুর জীবন, দর্শন, সংগ্রাম, গৌরবময় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস জানাতে পারবে পাঠক সমাজ।
রোববার (১৫ আগস্ট) দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে আইডিয়া পাঠাগারের কার্যালয়ে ২০টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিদের মাঝে বই বিতরণ করা হয়। প্রত্যেক গ্রন্থাগারে সম্পূর্ণ বিনামূল্যে ৬৫টি করে মোট ১ হাজার ৩০০ বই দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বীরাঙ্গনা গবেষক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, ফিরে দেখার সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ, যুগ্ম মহাসচিব জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আইডিয়া পাঠাগারের চেয়ারম্যান ও প্রকাশক সাকিল মাসুদ বলেন, বই পড়ে প্রজন্ম থেকে প্রজন্ম দেশের ইতিহাস জানবে, বঙ্গবন্ধুকে জানবে। সোনার মানুষ গড়তে হলে বইয়ের বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলে বইয়ের আলো ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। গেল তিন-চার বছরে আইডিয়া প্রকাশন ও পাঠাগার থেকে ১০ হাজারের বেশি বই বিতরণ করা হয়েছে।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুর বিভাগের ২০টি গ্রন্থাগারে ৬৫টি করে মোট ১ হাজার ৩০০ বই দেওয়া হলো। ভবিষ্যতে আরও বেশি করে বই বিতরণ করার ইচ্ছে আছে।
এর আগে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন সম্মানিত অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদের আলো পাঠাগার সাধারণ সম্পাদক শাহাজাদি, জ্ঞানলোক গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, পীরগাছার নব্দীগঞ্জ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক এসএম আরিফ, লালমনিরহাটের রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, খলিলগঞ্জ কুড়িগ্রামের নুরুজ্জামান মুন্সি পাঠাগারের প্রতিষ্ঠাতা নুরেলা আক্তার, সাঘাটা গাইবান্ধার একতা পাঠাগারের অর্থ সম্পাদক রুহুল, সৈয়দপুর নীলফামারীর সেতুবন্ধন পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন, আদিতমারী লালমনিরহাটের সারপুকুর যুব ফোরাম পাঠাগারের প্রতিষ্ঠাতা জামাল হোসেন প্রমুখ।
ফরহাদুজ্জামান ফারুক/এনএ