যথাযোগ্য মর্যাদায় বরিশালে জাতীয় শোক দিবস পালিত

শোক, শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
রোববার (১৫ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
ওদিকে একই সময়ে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ ছাড়া সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর্যালে বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা শোক শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। ওদিকে জেলার ১০টি উপজেলায় স্থানীয় প্রশাসন এবং দলীয় উদ্যোগে শোক দিবসের কর্মসূচি পালিত হয়।
সৈয়দ মেহেদী হাসান/এনএ