যাত্রীর জুতায় মিলল ১২ হাজার ডলার

যশোরের বেনাপোলে জুতার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ হাজার ইউএস ডলার ও ২০ হাজার ভারতীয় রুপিসহ কবির উদ্দিন খান (৪২) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক কবির উদ্দিন খান গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ফুকরা গ্রামের আলহাজ কাঞ্চন আলী খানের ছেলে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে পাসপোর্ট যাত্রী বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এলে সন্দেহভাজন হিসেবে কবির উদ্দিন খানকে আটক করা হয়।
এ সময় তাকে তল্লাশি করলে তার জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে চেকপোস্টের বিজিবি ক্যাম্পে নিয়ে ল্যাগেজ চেকিংয়ের সময় আরও ২০ হাজার ভারতীয় রুপি, ৩ হাজার বাংলাদেশি টাকাসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মুদ্রাপাচার আইনে মামলা করে আটক কবির উদ্দিন খানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইউএস ডলার ও ভারতীয় রুপির সিজার মূল্য ১১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা বলে জানান তিনি।
আরএআর