শ্রীপুর পৌরসভায় ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে পাঁচ ঘণ্টায় ৪০ শতাংশ ভোট পড়েছে। শনিবার (১৬ জানুয়রি) দুপুর ১টা পর্যন্ত এই পরিমাণ ভোট পড়েছে বলে জানিয়েছেন শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।
তিনি জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিএনপি প্রার্থীর পক্ষে বিচ্ছিন্ন কিছু ছোটখাটো অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তা সমাধান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছে।
কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ আরও জানান, নির্বাচনে ২৬টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবার স্মরণকালের ভোটার উপস্থিতি রয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্য মতে দুপুর একটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ৪০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। বাকি সময়টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরএআর