নির্বাচনী সহিংসতায় বিজয়ী কাউন্সিলর নিহত

সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থী-সমর্থকদের হামলায় বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে শহরের শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।
জানা যায়, কাউন্সিলর তরিকুল ইসলাম খান তার পার্শ্ববর্তী এলাকার ওই কেন্দ্রে গেলে ভোট গণনার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মুখোশধারীরা তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএসআর