পোষা পাখি ফিরে পেতে থানায় দম্পতি

কথা বলতে পারা একটি পোষা পাখির দাবিদার দুজন। পাখিটিকে নিজেদের দাবি করে সাতক্ষীরার দেবহাটা থানায় অভিযোগ করেছেন ফয়সাল রাব্বী ও সাবিকুন নাহার নামে এক দম্পতি। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী যুবক ফয়সাল রাব্বী দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের সাজেদ হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে ফয়সাল জানান, ২০২০ বছরের ৬ জুন ঢাকা থেকে অস্ট্রেলিয়ান ককাটেল জাতের একটি পাখির বাচ্চা তিনি বাড়িতে নিয়ে আসেন। স্ত্রী সাবিকুন নাহারসহ দুজন মিলে দীর্ঘদিন পাখিটিকে লালন পালন করে কথা বলতে শেখান। পাখিটিকে সঙ্গে নিয়ে স্ত্রীসহ শ্বশুর বাড়ি গোপাখালীতে যায়। সেখানে থাকাকালীন ১০ অক্টোবর পাখিটি হঠাৎ উধাও হয়ে যায়। সেই থেকে পাখিটিকে খুঁজছেন তারা।
ফয়সাল রাব্বী বলেন, সম্প্রতি গাজীরহাট গ্রামের মোটরভ্যান চালক বিল্লালের বাড়িতে পাখিটির সন্ধান পায়। তবে পাখিটি ফিরিয়ে দিতে চাইছে না ভ্যানচালক বিল্লাল। তাই বাধ্য হয়ে পোষা পাখি ফিরে পেতে থানায় অভিযোগ দিয়েছি।
পাখি ফিরিয়ে না দেওয়ার অভিযোগের বিষয়ে ভ্যানচালক বিল্লাল হোসেন বলেন, আমি পাখিটি ছোট থাকতে পেয়েছি। লালন পালন করে বড় করেছি। ওটা আমার পাখি। রাব্বীর পাখি এটা না। এলাকার চেয়ারম্যান-মেম্বার নিয়ে সালিশ বৈঠক হয়েছে। পাখিটা আমার সকলেই জানে। আমার পাখি আমি কাউকে দিব না।
এ ব্যাপারে দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসপি