শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুরের ইব্রাহিমপুর ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ফেরিঘাটে যানবাহনের চাপ বাড়ছে।
বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুল মোমেন বলেন, রাতে কিছুটা কুয়াশা ছিল। তখন থেকেই যানবাহন পারাপার থেমে থেমে করা হচ্ছিল। কিন্তু সোমবার (১৮ জানুয়ারি) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কাটলে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
এসপি