মিষ্টি নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর বাড়িতে কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা পরাজিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর বাসায় মিষ্টি নিয়ে দেখা করতে গেছেন। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে বসুরহাট কলেজ রোডে কামাল চৌধুরীর বাসায় যান তিনি।
এ সময় আব্দুল কাদের মির্জা কামাল চৌধুরী প্রশংসা করে বলেন, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জে দলমত-নির্বিশেষে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বিএনপির প্রার্থীর সহযোগিতা চান তিনি।
এ সময় বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী নবনির্বাচিত মেয়রকে তার বাসায় আসার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পৌরসভার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরে আব্দুল কাদের মির্জা মফজল রোডে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহাম্মদ মোশারফ হোসেনের বাসায় মিষ্টি নিয়ে দেখা করেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য জামায়াত সমর্থিত প্রার্থীকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাজনৈতিক মতভেদ ভুলে পৌরসভার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
মেয়রের সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির বেলায়েত হোসেন, জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। এছাড়াও জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ মোশারফ হোসেন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ৪৫১ ভোট।
আরএআর