আগস্টে শহীদদের স্মরণে কক্সবাজার ছাত্রলীগের আলোচনা সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। সোমবার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশেকউল্লাহ রফিক এমপি, রনজিত দাশ, মাহবুবুল হক মুকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নারিমা জাহান।
বক্তারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
সভায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএসএইচ