বরগুনায় 'শতবর্ষে মুজিব' বইয়ের মোড়ক উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি নিয়ে ২২৮ পৃষ্ঠার বই ‘শতবর্ষে মুজিব’-এর মোড়ক উন্মোচন করেছে বরগুনা জেলা প্রশাসন। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবকে উৎসর্গ করা এই বইটির নাম দেয়া হয়েছে 'শতবর্ষে মুজিব'।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাশ, শিল্পকলা একাডেমির সম্পাদক অ্যাডভোকেট মুনির জামান প্রমুখ।
বইটির সংকলক বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবনের নানা বৈচিত্র্যময় ঘটনার সচিত্র উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটি সংকলনের দায়িত্ব আমার ওপর না বর্তালে জাতির পিতার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও দুর্লভ ছবি অজানা থেকেই যেতো। প্রতিটি ঘটনা, আলোকচিত্র, তথ্য ও বর্ণনা আমাকে অনুপ্রাণিত করেছে।’
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘মুজিববর্ষের শুরু থেকেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এই প্রকাশনাটিতে ১৯২০ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০০ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত, রাজনৈতিক জীবনসহ আরও অনেক বিরল তথ্যের ধারাবাহিক সমাবেশ রয়েছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বইটি বঙ্গবন্ধুকে জানার এক অকৃত্রিম উৎস হবে বলে আমরা বিশ্বাস করি।
এমএসআর