ধামরাইয়ে ২ হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সেবা মেডিকেল সেন্টার ও সেফলাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
জানা যায়, ধামরাইয়ের ইসলামপুর এলাকার সেবা মেডিকেল সেন্টার ও ঢুলিভিটা বউবাজার এলাকার সেফলাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কোনো ধরনের কাগজপত্র ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছিল।
এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই দুই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা মেলায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
একইসঙ্গে এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাহিদুল মাহিদ/এমএসআর