সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্রার্থী শামসুল ইসলাম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় মনোনয়ন পেয়ে শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে। আশা করি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের জন্য ভালো কাজ করতে পারব। সোনারগাঁবাসীর সেবা করতে চাই। এজন্য সকলের দোয়া প্রার্থী।
চলতি বছরের ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুবরণ করেন। গত ২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নৌকা প্রতীকে লড়বেন শামসুল ইসলাম ভূঁইয়া৷
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। এ নির্বাচন উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যা চলে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮ জন।
তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, আলী হায়দার এবং প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই ও ব্যবসায়ী মনির হোসেন।
শেখ-ফরিদ/আরএআর