মাঝরাতে বগুড়ার তিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

মাঝরাতে বগুড়ার তিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা উপজেলাগুলো হলো কাহালু, গাবতলী ও আদমদিঘী।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ১২টায় কমিটিগুলো ঘোষণা করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
সাজেদুর রহমান শাহীন মঙ্গলবার সকালে বলেন, সংগঠনকে গতিশীল করতে কাহালু, গাবতলী ও আদমদিঘী এই তিন উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো আগামী তিন বছরের জন্য অনুমোদন করা হয়েছে। সোমবার বগুড়ার মাটি ও মানুষের নেতা প্রয়াত আব্দুল মান্নান এমপির মৃত্যুবার্ষিকী কর্মসূচি থেকে ফিরতে রাত হওয়ায় কমিটিগুলো ঘোষণা করা হয়েছে মাঝরাতে। ঘোষণাকৃত কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে।
কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সাজেদুল ইসলাম খোকনকে সভাপতি ও ইমরান হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সাজেদুল ইসলাম বলেন, ত্যাগী ও দুর্দিনে দলের জন্য কাজ করেছেন এমন কর্মীদের মূল্যায়ন করায় দলের শীর্ষ নেতাদের শ্রদ্ধা জনাই। জেলার সঠিক নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলায় জননেত্রী শেখ হাসিনার দেওয়া সকল কর্মসূচি বাস্তবায়নে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করে যাবে।
গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ফারুক আহমেদকে সভাপতি, শাকিল আহমেদ বুলেট ও জাহিদুল ইসলামকে সহসভাপতি, রাসেদ ইসলামকে সাধারণ সম্পাদক, সোয়াইব হোসেন সনিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও রিপন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেদ ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে রাজনীতি করছি। পদ পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। সময়ের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের ভূমিকা থাকবে।
আদমদিঘী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ফিরোজ হোসেন চন্দনকে সভাপতি ও মশিউর রহমান সজলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল বলেন, দলীয়ভাবে মূল্যায়ন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে স্বেচ্ছাসেবক লীগ সবসময় কাজ করে গেছে, আগামীতে এর ধারাবাহিকতা বজায় থাকবে।
এদিকে কমিটি ঘোষণা হওয়ায় উপজেলাগুলো স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। জেলা কমিটি থেকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
এএম